• ‌কল্যাণ চৌবে প্রস্তাব দিয়েছেন দলে অন্তর্ঘাত করলে বড় পদ, ভোটের মুখে দাবি কুণালের...
    আজকাল | ১০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তাঁকে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছেন কল্যাণ। বিনিময়ে তাঁকে দেওয়া হবে ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড়সড় কোনও পদ। প্রসঙ্গত, আগামীকাল ১০ জুলাই রাজ্যে যে কটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, মানিকতলা তার মধ্যে অন্যতম। এই কেন্দ্রে নির্বাচনে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কুণাল যেমন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তেমনি কল্যাণ ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। কুণালের দাবি, গত ৭ জুলাই রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে ফোন করেছিলেন কল্যাণ। ফোনে তাঁকে বলা হয় কল্যাণের হয়ে কাজ করলে ক্রীড়াক্ষেত্রে বড় পদের ব্যবস্থা কল্যাণ করবেন। 
    কুণালের অভিযোগ, তিনি এই কেন্দ্রে তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়ক। তার পরেও তাঁকে এই প্রস্তাব দেওয়া মানে তাঁকে অন্তর্ঘাত করতে বলা।
  • Link to this news (আজকাল)