• টিকটিকি, আরশোলার পর হাওড়ার প্রাথমিক স্কুলের মিড-ডে-মিলে গিরিগিটি, বিক্ষোভ অভিভাবকদের
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৪
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: টিকটিকি, বিছে, আরশোলার পর এবার মিড-ডে-মিলের খিচুড়িতে গিরগিটির বাচ্চা। সেই খাবারও খেলেন শিশুরা। বেঁচে থাকা অংশ মায়েরাও খান। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ অসুস্থ না হলেও আতঙ্কে রয়েছেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah) ডোমজুড়ের মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে।

    প্রতিদিনের মতো মঙ্গলবারও পড়ুয়াদের খিচুড়ি দেওয়া হয় স্কুল থেকে। তা বাড়িতে নিয়ে যায় শিশুরা। এক অভিভাবক সাবিনা বেগম জানাচ্ছেন, প্রতিদিনের মতো ওই স্কুলের পড়ুয়া তাঁর শিশু বাড়িতে খিচুড়ি নিয়ে আসে। সেই খিচুড়ি কয়েক চামচ শিশুর মুখে তুলেও দেন তিনি। তবে তার বড় মেয়ে দেখতে পারেন খিচুড়িতে মৃত গিরগিটির বাচ্চা রয়েছে। প্রথমে চালের পোকা ভেবে বিষয়টিকে পাত্তা দেননি সাবিনা।

    তবে খিচুড়িটি ঘাঁটটেই চক্ষু ছানাবড়া হয়ে ওঠে তাঁর। সাবিনা বেগম প্রশ্ন তোলেন, “এই খিচুড়ি খেয়ে আমার বাচ্চার শরীর খারাপ হলে তার দায় কে নেবে?” জানা গিয়েছে, অনান্য অনেক বাচ্চা ছাড়াও অনেক অভিভাবকরাও শিশুকে খাওয়ানোর পাশাপাশি তাঁরা ওই খিচুড়ি খেয়েছেন।

    খাবারে গিরগিটি ছিল বলে খবর চাউর হতেই অভিভাবকরা স্কুলে এসে ক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি এমন তৈরি হয় ডোমজুড় থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তোলেন অভিভাবকরা। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি।
  • Link to this news (প্রতিদিন)