শহরে প্রথমবার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা বানান প্রতিযোগিতা, তাক লাগাল পড়ুয়ারা
প্রতিদিন | ১০ জুলাই ২০২৪
নবেন্দু হাজরা: সময়ের চাহিদা মেনে ইংরেজি মাধ্যমের স্কুলে শিশুর পড়াশোনার দিকে বেশি ঝুঁকছেন অভিভাবকরা। যার জেরে বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও অনেক পড়ুয়াদের মধ্যে তা নিয়ে ভয় কাজ করে। বাংলা নিয়ে চর্চাও কম ইংরেজি মাধ্যম পড়ুয়াদের। এই আবহে প্রথমবার নিউটাউন (Newtown) একটি বেসরকারী স্কুলে অনুষ্ঠিত হল বাংলা বানান প্রতিযোগ। এই অনুষ্ঠানের আয়োজক ‘হে বঙ্গ ভাণ্ডারে তব’ নামে একটি বাংলা ভাষা চর্চা গোষ্ঠী।
তিন বছর ধরে এই সংগঠন শহর-মফস্বল বিভিন্ন বাংলা মাধ্যম স্কুলে বানান প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তবে এতদিন ধরে যে সব গুলিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সব স্কুলগুলিই ছিল বাংলা মাধ্যম। সম্প্রতি, তাঁদের বাংলা বানানের নবমতম প্রতিযোগিতার আসর বসে নিউটাউনের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। প্রতিযোগিতায় স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
প্রথম পর্যায়ে শ্রুতিলিখনের মাধ্য়মে সবচেয়ে কম বানান ভুলের ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে চারজন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়। তার পর তাদের একে একে ডেকে দশটি করে বানান ধরা হয়। সেই অনুযায়ী, সবথেকে কম বানান ভুল বলা পড়ুয়াকে প্রথম হিসাবে বেছে নেওয়া হয়। ছাত্রছাত্রী থেকে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখের পড়ার মতো। প্রায় দেড় ঘণ্টা অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের পরে সংগঠনের তরফে জানানো হয়, বাংলা ভাষা নিয়ে হাহুতাশ নয়, এমন প্রত্যক্ষ সদর্থক প্রয়াসই ‘হে বঙ্গ ভাণ্ডারে তব’-র মূল লক্ষ্য।