• OMR-রহস্যভেদে সাইবার এক্সপার্টদের নিয়ে তল্লাশি
    এই সময় | ১০ জুলাই ২০২৪
  • এই সময়: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের তথ্য উদ্ধারে সিবিআইকে দেশ বা বিদেশের যে কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশের পরে মঙ্গলবার সকালে সাদার্ন অ্যাভিনিউয়ে ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’র অফিসে সাইবার এবং কম্পিউটার বিশেষজ্ঞকে নিয়ে পৌঁছে গেল সিবিআই। ওই সংস্থার কম্পিউটারের হার্ডডিস্ক এবং সার্ভারের থাকা তথ্য নতুন করে খতিয়ে দেখবেন সাইবার বিশেষজ্ঞরা।প্রায় দু’বছর ধরে শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলা চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। তার পরেও বেশ কিছু জায়গায় ‘মিসিং লিঙ্ক’ রয়ে গিয়েছে। সেই কারণে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে সন্তুষ্ট হতে পারছিল না হাইকোর্ট। গত শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, ওএমআর তথ্য উদ্ধারে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত দেশ বা বিদেশের প্রথম সারির সংস্থাগুলির থেকে সাহায্য নিতে পারবেন তদন্তকারীরা।

    এরপরই নতুন করে তৎপর হলো সিবিআই। এ দিন তদন্তকারী অফিসারেরা সাদার্ন অ্যাভিনিউয়ের ৫১৮ নম্বর বাড়িতে হাজির হন। তাঁদের সঙ্গে ছিলেন সাইবার এবং কম্পিউটার বিশেষজ্ঞরা। ওই বাড়িতে ২০১৪ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র মূল্যায়ণকারী সংস্থা ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’র অফিস রয়েছে। ওই সংস্থার ওএমআর শিটের তথ্য পেতেই গোয়েন্দারা ঘণ্টা চারেক ধরে তল্লাশি চালিয়েছেন।

    সিবিআই সূত্রে খবর, দুর্নীতির গভীরে পৌঁছতে হলে টেট-এর উত্তরপত্র বা ওএমআর শিটের সম্পূর্ণ তথ্য পাওয়া জরুরি বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। দু’বছরের তদন্তেও সব তথ্য তাঁদের হাতে আসেনি। অভিযোগ, সার্ভারে থাকা বেশিরভাগ তথ্য মুছে দেওয়া হয়েছে। আসল ওএমআর শিটও নষ্ট করা হয়েছে।

    প্রাথমিক শিক্ষা পর্ষদের একাংশের অফিসারদের সঙ্গে যোগসাজশ করে ফেল করা চাকরিপ্রার্থীদের ওএমআর শিটে নম্বর বাড়ানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরবর্তী ক্ষেত্রে তাঁদের চাকরিও দেওয়া হয়। এই ঘটনায় ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’র প্রোগ্রামার পার্থ সেন এবং অন্যতম অংশীদার কৌশিক মাজি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নিম্ন আদালতে সিবিআই চার্জশিটও দিয়েছে। এই দু’জনকে সম্প্রতি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডি।
  • Link to this news (এই সময়)