• রাস্তায় পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ উদ্ধার, তদন্তে পুলিশ
    এই সময় | ১০ জুলাই ২০২৪
  • এই সময়, কাটোয়া: স্বাস্থ্যকেন্দ্র থেকে মাসখানেক আগে হারিয়ে গিয়েছিল বিপুল পরিমাণ ওষুধ। এতদিন পরে সেই ওষুধ ছড়িয়ে পড়ে থাকতে দেখা গেল রাস্তায়। ওষুধগুলো কুড়িয়ে কাটোয়া থানায় জমা করেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে কাটোয়ার খাজুরডিহি বাস স্ট্যান্ড এলাকায়। ওষুধগুলো খাজুরডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দাবি করে এর পর থানায় আসেন এক স্বাস্থ্যকর্মী।থানায় লিখিত ভাবে তিনি জানান, এক মাস আগে তাঁদের স্বাস্থ্যকেন্দ্র থেকে হারিয়ে যায় ওষুধ। থানা থেকে ওই ওষুধ নিয়ে যান সেই স্বাস্থ্যকর্মী। প্রশ্ন উঠেছে, একটি স্বাস্থ্যকেন্দ্রের বিপুল পরিমাণ ওষুধ রাস্তায় এলো কী ভাবে? এত দিন ওই ওষুধ কোথায় ছিল তা নিয়েও রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ৷

    জানা গিয়েছে, এদিন কাটোয়ার গাঙ্গুলিডাঙার বাসিন্দা তুফান শেখ ওষুধগুলো নিয়ে কাটোয়া আসেন। প্রথমে তিনি ভেবেছিলেন ওষুধগুলো কাটোয়া হাসপাতালের। সেই মতো তিনি গিয়েছিলেন হাসপাতালের পুলিস ক্যাম্পে। সেখান থেকে ওষুধ সমেত থানায় পাঠানো হয় তাঁকে৷ পরীক্ষা করে দেখা যায়, ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ নয়।

    তুফান বলেন, ‘দু’দিন আগে কাটোয়া-কড়ুই বাস রাস্তা দিয়ে যাওয়ার সময়ে খাজুরডিহি বাস স্ট্যান্ডে প্ল্যাস্টিকবন্দি অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম ওষুধগুলো। সেগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই৷ তার পরে পুলিশের কাছে জমা দিই৷’ ওষুধ হারানোর দিন সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।

    ওষুধগুলো নিয়ে প্রথমে থানা থেকে জানানো হয় হাসপাতাল সুপারকে। দুপুরে খাজুরডিহি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বুবুন দে থানায় গিয়ে পুলিশকে লিখিত ভাবে জানান, ১৫ জুন তাঁদের স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ হারিয়ে গিয়েছিল৷ রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ওষুধের প্যাকেট পড়ে যায়৷ সুগার, প্রেসার সমেত গুরুত্বপূর্ণ সব ওষুধ ছিল ওই প্যাকেটে।

    প্রশ্ন উঠেছে, একমাস আগে হারিয়ে যাওয়া ওষুধ নিয়ে কেন থানায় ডায়েরি করল না স্বাস্থ্যকেন্দ্র? ব্যস্ততম রাস্তায় একমাস ধরে ওষুধগুলো পড়েই বা থাকল কী করে? সরকারি ওষুধ ঘুরপথে অন্য কোথাও যাচ্ছে কিনা উঠেছে সে প্রশ্নও। কাটোয়া-১ ব্লকের বিএমওএইচ তাপস বাগ বলেন, ‘আমরা সব দিক খতিয়ে দেখছি৷ হয়তো কোনও কারণে থানায় জানানো হয়নি৷ অথবা অন্য কোনও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে ওষুধ বদলে গিয়েছে৷’
  • Link to this news (এই সময়)