মিল্টন সেন, হুগলি: মা'কে খুনের ঘটনায় সন্তানের সাক্ষীর ভিত্তিতে বাবা'কে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া জেলা আদালত। বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা। অভিযুক্ত ধনেখালি থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা সেক নজিবুল।
আইনজীবী আরও জানিয়েছেন, এই মামলায় বিশেষ উল্লেখ্য আদালতে এসে সাবিনা বেগমের ১৩ বছরের ছেলে সাহিল সাক্ষী দেয়। এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জজ কৌস্তব মুখার্জি সেক নাজিবুলকে দোষী সাব্যস্ত করেন। শঙ্কর দাবি করেছেন, এই খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন অথবা ফাঁসির সাজা অবশ্যম্ভাবী।