আজকাল ওয়েবডেস্ক: আবাসিক স্কুলের খাবার খেয়ে অসুস্থ অন্ততপক্ষে একশো পড়ুয়া। তাদের মধ্যে কুড়িজন এখনও ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসাধীন পড়ুয়াদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, গতকাল রাতে ডাল, ভাত, সবজি খেয়েছিল পড়ুয়ারা। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের খাবারে বিষক্রিয়ার জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। ঘটনার তদন্ত জারি রয়েছে।