• দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ অব্যাহত ...
    আজকাল | ১০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভোটের দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বাড়বে দুর্যোগ। পাশাপাশি উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ভারি বৃষ্টি চলবে।

    আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তেও উত্তরবঙ্গের সব জেলায় ভারি বৃষ্টি হতে পারে। এর ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়া, ধসের আশঙ্কাও থাকছে।
  • Link to this news (আজকাল)