• বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ৩
    আজকাল | ১০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় গণপ্রহারের অভিযোগ অব্যাহত। এবার বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক প্রৌঢ় সহ ৩ জন। তিনজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

    মঙ্গলবার সন্ধেয় গণপিটুনির ঘটনাটি ঘটেছে বিধাননগরের ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত সর্দারপাড়ায়। একটি ঠিকানা খুঁজতে খুঁজতে চন্দন সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে দুইজন ঢুকে পড়েন। সেখানে গিয়ে সাত বছরের এক শিশুকে তাঁরা ডাকেন। স্থানীয়দের তিনজনকেই ছেলেধরা বলে সন্দেহ হয়। তখনই ছুটে গিয়ে তিনজনকে আক্রমণ করেন তাঁরা। বেধড়ক মারধর করেন তাঁদের।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। তিনজনকে পুলিশ উদ্ধার করতে গেলে, আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। পুলিশের গাড়িতেও চড়াও হন তাঁরা। সেই পরিস্থিতিতেই তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

    গত দুই সপ্তাহে কলকাতা, সল্টলেক থেকে শুরু করে বাংলার জেলায় জেলায় গণপিটুনির শিকার হয়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই অভিযোগে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনিতে কড়া শাস্তির ঘোষণা করেছে কেন্দ্র। ছেলেধরা সন্দেহে গণপ্রহারের ঘটনা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তা সত্ত্বেও এই ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।
  • Link to this news (আজকাল)