• বাংলায় CBI-এর 'অপব্যবহার'? রাজ্যের দায়ের করা মামলায় মান্যতা সুপ্রিম কোর্টের
    আজ তক | ১০ জুলাই ২০২৪
  • শীর্ষ আদালত থেকে স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিবিআই নিয়ে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের সম্মতি জরুরি, জানায় শীর্ষ আদালত। রাজ্য সরকার সম্মতি প্রত্যাহার করেও সিবিআই মামলা দায়ের করার বিরুদ্ধে দায়ের করা আবেদনে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এসেছে। সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র, বুধবার রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। 

    সুপ্রিম কোর্ট আরও বলেছে, রাজ্য সরকারের পূর্ব অনুমতি ছাড়াই সন্দেশখালি ঘটনায় সিবিআইয়ের করা মামলা নথিভুক্ত করার চ্যালেঞ্জ মামলা বৈধ ছিল।

    বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্র সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা পিটিশনকে শুনানির যোগ্য বলে বিবেচনা করেছে। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে ৮ মে রায়ের দিন ধার্য করে আদালত। মমতা সরকার ২০১৮ সালের নভেম্বরে সিবিআই তদন্তে রাজ্যের সম্মতি প্রত্যাহার করেছিল।

    রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল যে রাজ্য কেন্দ্রীয় সংস্থা থেকে সম্মতি প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও, "সিবিআই অনেক ক্ষেত্রে তদন্ত করছে, তাও আমাদের অনুমোদন ছাড়াই। রাজ্য সরকার সংবিধানের ১৩১ ধারা উল্লেখ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল। এতে সুপ্রিম কোর্টের এক্তিয়ারের কথা বলা হয়েছে।"

    এই অনুসারে, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মামলার শুনানি হয় শুধুমাত্র সুপ্রিম কোর্টে। এর প্রতিক্রিয়ায়, ৮ মে অনুষ্ঠিত শেষ শুনানিতে, কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, কেন্দ্রসরকার বাংলায় একটিও মামলা দায়ের করেনি, বরং সিবিআই মামলাগুলি নথিভুক্ত করেছে এবং এটি একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সরকার সিবিআই নিয়ন্ত্রণ করে না।

    বারংবার সিবিআইয়ের তদন্ত-তল্লাশি নিয়ে অভিযোগ করে রাজ্য সরকার। সেই মামলার শুনানি আজ গেল রাজ্যের পক্ষে। রাজ্যের করা মামলার ফের শুনানি হবে আগামী ১৩ অগাস্ট।
  • Link to this news (আজ তক)