• গল্পের গরু গাছে নয়, বাস্তবে তরতরিয়ে উঠে পড়ল টিনের চালে!
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৪
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কথায় আছে, গল্পের গরু গাছে ওঠে! গাছে না উঠলেও দুর্গাপুরে গরু তরতরিয়ে উঠে পড়ল টিনের চালে। যা দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমান স্থানীয়রা। তাকে নিচে নামাতে গিয়ে হিমশিম দশা।

    ব্যাপারটা ঠিক কী? দুর্গাপুরের এমএসির বি ২ এলাকার বাসিন্দা সায়ন চক্রবর্তী। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে উঠে সদর দরজা খোলেন তিনি। তার পর খোলাই ছিল দরজা। কিছুক্ষণ পর দেখেন বাড়ির সামনের গ্যারাজের উপর একটি গরু! স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা চাক্ষুষ করতে হাজির হন চক্রবর্তী বাড়ির সামনে। অনেকেই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে। এদিকে গরুটিকে কীভাবে নামানো হবে, তা ভেবে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের চেষ্টায় নামানো হয় গরুটিকে।

    কিন্তু বাস্তবে কীভাবে গ্যারাজের উপর উঠে গেল গরুটি? জানা গিয়েছে, এদিন সকালে চক্রবর্তী বাড়ির দরজা খোলা পেয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে গরুটি। এর পর সিঁড়ি বেয়ে সোজা উঠে যায় উপরে। চলে যায় গ্যারাজের চালে। কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে আনা হয় নিচে।
  • Link to this news (প্রতিদিন)