চোর সন্দেহে যুবকের উপর চড়াও উন্মত্ত জনতা, বেঁধে রাখা হল বিদ্যুতের খুঁটিতে
প্রতিদিন | ১০ জুলাই ২০২৪
নন্দন দত্ত, সিউড়ি: ফের চোর সন্দেহে যুবকের উপর চড়াও উন্মত্ত জনতা। দীর্ঘসময় যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। যদিও এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত চাঙ্গুরিয়া পোস্ট অফিস পাড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অমিত মাল। এলাকায় নেশাখোর হিসেবেই পরিচিত। বাজার এলাকার একটি দোকান থেকে মোবাইল চুরি হয়। এ জন্য তাকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। দিন কয়েক জেলেও ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাজারের মধ্যে দিয়ে ফেরার সময় অমিতকে আটক করে স্থানীয়রা। বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। তবে মারধর করা হয়নি বলেই খবর।
পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তবে এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, চোর সন্দেহে ওই যুবককে বেঁধে রাখা হয়। তবে মারধর করা হয়নি। উল্লেখ্য, কয়েক দিন আগে ভাঙড়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারা হয়। এদিন ফের একবার সন্দেহের জেরেই যুবককে বেঁধে রাখা হয়।