বিধানসভা উপনির্বাচন LIVE UPDATE: বেলা ১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?
প্রতিদিন | ১০ জুলাই ২০২৪
আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। শান্তিতে ভোট করাতে চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দিনভর নির্বাচনের LIVE UPDATE:
দুপুর ২.৩৬: রানাঘাটের নোকারি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিনা কারণে লাঠিচার্জের অভিযোগ ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী।
দুপুর ২.০৭: সকাল ১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৩৮.২৮ শতাংশ। রায়গঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৪১.৩৮ শতাংশ। রানাঘাট দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৪২.১৯ শতাংশ। বাগদায় বিধানসভায় ভোট দানের হার ৩৫.৬৬ শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে ৩৩.৩৭ শতাংশ।
বেলা ১.৩৫: বাগদায় বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুর। থান ইট ছুড়ে মারা হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
বেলা ১.২৬: রায়গঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। অভিযোগ, খরমুজা ঘাট এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ভোট দিতে বারন করা হচ্ছে। দুই দুষ্কৃতী নম্বরবিহীন বাইক নিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফলে অনেকেই ভোট দিতে আসেননি। এর পরই ভোটের দায়িত্বে থাকা আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোট দিতে আসার জন্য অনুরোধ করছেন।
বেলা ১.০০: রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের ৯১ নম্বর বুথে ক্যামেরার মধ্যে কাপড় লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী গেলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।
বেলা ১২.৩০: সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।
বেলা ১২.২০: উপনির্বাচনে ভোটের হার খুবই কম। তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে। ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। তৃণমূল জানে, মানুষ ভোট দিলে বিজেপি জিতবে। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।