• সিলিন্ডার থেকে গ্যাস নয় জল বেরনোর অভিযোগ, গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য
    এই সময় | ১০ জুলাই ২০২৪
  • সিলিন্ডার থেকে বেরোচ্ছে না গ্যাস, বরং বেরোতে দেখা যাচ্ছে জল। এমনই অবাক করা ঘটনা ঘটল নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায়। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গ্রহকমহলে। যদিও এর সঙ্গে অফিসের সঙ্গে বিষয় নেই বলে দাবি গ্যাস সিলিন্ডার ডিলারের।জানা গিয়েছে, বুধবার সিলিন্ডার ব্যবহারের চেষ্টা করেন নদিয়ার ভীমপুরের বাসিন্দা তরুণ চক্রবর্তী নামে এক গ্রাহক। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় আগুন নিভে গিয়েছে। এরপর সিলিন্ডার নাড়িয়ে তার মধ্যে দল রয়েছে বলে অনুমান হয় ওই গ্রাহকের। অভিযোগ, তারপর পেরেক দিয়ে সিলিন্ডারের মুখে খোঁচাতেই বেরিয়ে আসে জল। প্রায় সাড়ে সাতশো মিলিলিটার জল বেরিয়েছে বলেই দাবি ওই গ্রাহকের।

    এই বিষয়ে তরুণ চক্রবর্তী বলেন, 'আমি প্রায় ১৫ বছর ধরে সিলিন্ডারের গ্রাহক। সকালে সিলিন্ডারের সিল খোলার পর এক থেকে দুই মিনিট জ্বলে বন্ধ হয়ে যায়। সিলিন্ডার নাড়িয়ে মনে হয় ভিতরে জল রয়েছে। এরপর পেরেক দিয়ে খোঁচা দিতেই দেখি টপটপ করে জল পড়ছে। দু'টো ভিডিয়ো করে রেখেছি। প্রায় সাড়ে সাতশো মিলিলিটার জল পড়ে। এরপর ডেলিভারি বয়কে ফোন করি। তিনি বলেন বদলে দেবেন।' এই পরিস্থিতিতে বাড়ির রান্নাবান্না বন্ধ হয়ে যায় তরুণ চক্রবর্তীর।

    এদিকে ডেলিভারি বয় বিমল ঘোষ বলেন, 'এটায় আমাদের কোনও বিষয় নেই। আমরা বাড়ি বাড়ি ডেলিভারি করি। কোনও কিছু হলে আমরা সরাসরি অফিসকে জানিয়ে দিয়েছি। এর আগে কৃষ্ণনগরে কাজ করতাম, তখনও এমন জল বেরনোর ঘটনা ঘটে। অফিসে খবর গেলে তারপর বদলে দেওয়া হয়।' পাশাপাশি এই বিষয়ে কৃষ্ণগঞ্জে ওই সিলিন্ডার সংস্থার ডিলার পলাশ পাণ্ডে বলেন, 'এটা আমাদের অফিসের কোনও বিষয় নয়। প্ল্যান্ট থেকে গ্যাস রিফিলিংয়ের সময় সম্ভবত সিলিন্ডারের জল ঢুকে গিয়েছে। এমনটা মাঝেমধ্যে হয়। গ্রাহক অভিযোগ করলে আমরা প্ল্যান্টের সঙ্গে যোগাযোগ করে পালটে দিই।' তবে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

    উল্লেখ্যে, বছর দুয়েক আগে এমনই একটি ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়। সেখানেও সিলিন্ডারের মুখে পেন দিয়ে চাপ দিতেই জল বেরোতে দেখা যায়। এমনকী তারও কয়েক বছর আগে এমন ঘটনা দেখা যায় খণ্ডঘোষ থানার চণ্ডীপুরের দুবরাজহাট এলাকায়। এক গ্রাহকের বাড়িতে সরবরাহ করা সিলিন্ডার থেকে শুধুই জল বেরোতে দেখা যায়। গ্যাসের ভালব টিপে ধরতেই বেরিয়ে আসতে থাকে জল। আর এবার সেই তেমনই ঘটনা নদিয়ায়।
  • Link to this news (এই সময়)