• অবশেষে পুলিশের জালে দুই সিঁধেল, স্বস্তি উত্তরপাড়ায়
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : একের পর এক চুরি। রাতের ঘুম ছুটেছিল উত্তরপাড়ার বাসিন্দাদের। চোর খুজতে নাজেহাল অবস্থা পুলিশের। অবশেষে সিসি টিভি দেখে পুলিশের জালে দুই সিঁধেল।

    দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায়। রোগা শীর্ণ চেহারার সুবিধা নিয়ে অল্প লোহার গ্রিল ফাঁক করে, সেখান দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করত দুইজন। সেখান থেকেই ঘরের আলমারি ভেঙে একের পর এক লুটপাট চালাচ্ছিল। এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)