• সুনিশ্চিত করতে হবে লক্ষাধিক পূণ্যার্থীর নিরাপত্তা, উদ্যোগী প্রশাসন ...
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: শ্রাবণ মাস আসছে। গঙ্গার ঘাটে ভিড় করবেন লাখ লাখ পূণ্যার্থী। জল নিয়ে পায়ে হেঁটে রওনা হবেন তারকেশ্বরের উদ্দেশে। বসবে শ্রাবণী মেলা। বুধবার মেলার প্রস্তুতি এবং গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখলেন মহকুমা শাসক। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে টোটোয় চেপে গঙ্গার ঘাট পরিদর্শন করলেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। শ্রাবণ মাসে বৈদ্যবাটির বিভিন্ন ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা হবেন পূণ্যার্থীরা।

    আগামী ১৭ তারিখ থেকে শ্রাবণ মাস শুরু। অন্যান্য বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা ভিন রাজ্য থেকেও পূণ্যার্থীরা আসবেন। প্রতিদিন লক্ষাধিক মানুষ বৈদ্যবাটি থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের রওনা হবেন। ফলে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের। মেলার আগে শেওড়াফুলি এবং বৈদ্যবাটির একাধিক ঘাট ঘুরে দেখলেন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভূদীপ সরকার। সঙ্গে ছিলেন শ্রীরামপুর থানা এবং শেওড়াফুলি জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, পূর্ত দপ্তর, দমকল বিভাগ সহ চাপদানীর বিধায়ক অরিন্দম গুইন। গোটা শ্রাবণমাস জুড়ে ঘাটের দু'পাশে বসে বিশাল মেলা। দিন রাত সবসময় ঘাট চত্বরে থাকে পূণ্যার্থীদের আনাগোনা। তাই কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হবে পুলিশ বাহিনী। ঘাট চত্ত্বরে লাগানো হবে আলো। অতিরিক্ত ভিড় এড়াতে ব্যারিকেডের বন্দোবস্ত করা হবে। এদিন মহকুমা শাসকের নেতৃত্ত্বে টোটোয় চেপে সেসব যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)