• খুদে পড়ুয়াদের নিয়ে ট্রাফিক সচেতনতা
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি,: স্কুলে গিয়ে পড়ুয়াদের দেওয়া হল ট্রাফিক শিক্ষার পাঠ। অনুষ্ঠিত ট্রাফিক সচেতনতা শিবিরে পথ চলতি মানুষের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়।

    বুধবার চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া এবং চন্দননগর ট্রাফিক গার্ডের উদ্যোগে চুঁচুড়া অনুকূল চন্দ্র স্কুলে অনুষ্ঠিত হয় সচেতনতার শিবির। পথ নিরাপত্তার বিষয়ে পড়ুয়াদের আরও সচেতন করতে এবার স্কুলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্মীরা।

    এদিন আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সহ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিকরা। এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের সচেতনতামূলক নানান ভিডিও দেখানো হয়।

    পাশাপাশি বিভিন্ন বিষয়ে ক্যুইজ করা হয়। হেলমেট পড়ে গাড়ি চালানো, সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো সহ একাধিক বিষয়ে সচেতন করা হয় ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের।

    পাশাপাশি এদিন কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে চন্দননগর ট্রাফিক গার্ডে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। পথচলতি বাইক, অটো, টোটো, বাস, পুলকার সহ নানান যানবাহনের চালকদের এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।
  • Link to this news (আজকাল)