হারিয়ে যাওয়া পুতুল নাচের দেখা মিলল দাঁ বাড়ির রথের মেলায়
আজকাল | ১১ জুলাই ২০২৪
মিল্টন সেন,হুগলি : কয়েক দশক আগেও পুতুল নাচ খুবই জনপ্রিয় ছিল। তখন পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হত রামায়ন মহাভারতের নানা পর্ব। পুতুল নাচের আসরে মঞ্চস্থ হতো বেহুলা লখিন্দর কালকেতু, ফুল্লরা, অহল্যা, সাপমোচন, রূপবান, রহিম বাদশা মতো নানা পৌরাণিক কাহিনী।
এখনও বিভিন্ন রাজ্যে বা জেলা থেকে পুতুল নাচের ডাক পরে, তবে সেই ডাক আগের তুলনায় অনেক কম। তবে সরকারি শিল্পী ভাতা পান বিকাশ বাবু। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেছেন, গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য।