• বৌবাজার গণ পিটুনি মামলায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ ...
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বৌবাজার গণ পিটুনি মামলায় এক অভিযুক্ত নিজেকে নিরাপত্তা রক্ষী বলে দাবি করলেন। এরপর আইনজীবী তাঁকে প্রশ্ন করেন কেন তিনি এই ঘটনা আটকাতে পারলেন না। 

    অভিযুক্তদের আইনজীবী অভিযুক্ত ১৪ জনের জামিনের আবেদন করেন। তবে আদালত তা খারিজ করে দেয়। সকলের ৩০ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক। উত্তরবঙ্গ থেকে আনা আরেক অভিযুক্ত ১৬ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতে থাকবে।

    গত শুক্রবার ইরশাদ আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বেলগাছিয়ার বাসিন্দা ছিলেন। মোবাইল চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়। বৌবাজার থানার পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

    ময়নাতদন্তে পুলিশ জানতে পারে অতিরিক্ত মারধর করার ফলে তাঁর মৃত্যু হয়েছে। এরপর তদন্তে নেমে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)