• উত্তরে বাড়বে বৃষ্টি, দক্ষিণে মাঝারি বৃষ্টি
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : উত্তরবঙ্গে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। যেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কালিম্পং, কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

    ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর, দক্ষিণ দিনাজপুর জেলাতে।

    অন্যদিকে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।

    কাল থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
  • Link to this news (আজকাল)