চারবার ব্রেন স্ট্রোক, সুদেষ্ণা এখন ছবি আঁকেন বাঁহাতে ...
আজকাল | ১১ জুলাই ২০২৪
সঙ্ঘমিত্রা মুখোপাধ্যায়: এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! চার চার বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডান দিকটা অসাড় হয়ে যায় সুদেষ্ণার। ফিজিওথেরাপি করে পা’টা সচল হলেও, ডান হাত এখনও অসাড়। অবশ্য এতেও দমে যাননি তিনি। বাঁ হাতেই ছবি আঁকা অভ্যাস করে ছবির একটা প্রদর্শনীয় করে ফেললেন মধ্যবয়সি সুদেষ্ণা। প্রদর্শনী অবশ্য একক নয়, সঙ্গে ছিল ওঁর কিশোরী মেয়ে সম্পূর্ণারও কিছু ছবি। দক্ষিণ কলকাতার আনোয়ারশা রোডে বোহো ট্রাঙ্ক ক্যাফে নামে একটি ক্যাফেতে গত ১০ জুন থেকে ৯ জুলাই হয়ে গেল সুদেষ্ণা ও ওঁর মেয়ে সম্পূর্ণার ছবির প্রদর্শনী। আর উল্লেখযোগ্য হল এই যে, ওঁদের টাঙানো ছবির প্রায় ৮০ ভাগই বিক্রি হয়ে গেছে।
বোহো ক্যাফের মালকিন আকাশলীনার বক্তব্য, সুদেষ্ণাদির উদ্যম অবাক করার মতো। ওর এই জার্নিটাকে কুর্নিশ জানিয়ে আরও কিছু লোককে উৎসাহিত করার জন্যই ওদের ছবির প্রদর্শনী করার জন্য রাজি হয়েছিলাম। তবে ৪/৪, ৬/৬ ইঞ্চি সাইজের ছবির বিক্রি এমন হারে হবে তা ভাবিনি। চেনা–পরিচিত অনেকে, আবার ক্যাফেতে সময় কাটাতে আসা অনেক লোকই ভালবেসে ওই ছবিগুলো কিনে নিয়েছেন। দামও ওঁরা খুবই আয়ত্তের মধ্যেই রেখেছিলেন, তাই বিক্রিবাটা বেশ ভাল হয়েছে। সত্যিই, সুদেষ্ণার এই সাহস ও উদ্যম আরও অনেক অনেক সুদেষ্ণাকে উৎসাহিত করুক, এটাই চাওয়া।