• মানিকতলার ৮৯টি বুথের পুনর্নির্বাচনের দাবি বিজেপির
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৪
  • রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। শান্তিতে ভোট করাতে চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  নজর রাখুন নির্বাচনের LIVE UPDATE:

    রাত ৮.১৩: মানিকতলার ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। 
    সন্ধে ৬.০১: বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে। চার কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে ৬২.১৭ শতাংশ।বিকেল ৫.৫৪: বয়রা পঞ্চায়েতের ৯৫ নম্বর বুথে ভোট বন্ধ। বয়রা এফপি স্কুলের ইভিএম মেশিন বিকল। চারটে থেকে ভোট বন্ধ। ওয়েব কাস্টিংয়ে নজরে পড়ে কমিশনের। তৎক্ষণাৎ ছবি তুলে সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এদিকে, ভোট দিতে অপেক্ষমান মহিলারা বসে রয়েছেন বুথের মধ্যে। অন্যদিকে, গল্প মশগুল পোলিং এজেন্টরা। এমনই চিত্র ধরা পড়ল এদিন।বিকেল ৫.৫০: রানাঘাটের পায়রাডাঙায় রাতভর তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার ২৬।বিকেল ৫: বাগদায় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট কমিশনের। দুপুর ১টা ২৫ নাগাদ বাগদার ১৮৮ নম্বর বুথ পরিদর্শন করতে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। গাড়ির পিছনের কাচে ঢিল ছুঁড়ে কিছু স্থানীয় মানুষ ভেঙে দেয়। তারা গো ব্যাক স্লোগানও দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। পাঠানো হল ৩ সেকশন কিউআরটি।দুপুর ৩.২০: ফের উত্তেজনা মানিকতলায়। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে দৌড় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। তাঁকে ঘিরে আবার ‘চোর’ স্লোগান তৃণমূল কর্মীদের। 

    দুপুর ৩.০৩: রানাঘাটে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী মনোজকুমার বিশ্বাস।

    দুপুর ২.৪৬: মানিকতলায় সৌজন্যের ছবি। বুথে বিজেপি প্রার্থীর মাকে সাহায্য তৃণমূল কাউন্সিলরের।

    দুপুর ২.৩৬: রানাঘাটের নোকারি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিনা কারণে লাঠিচার্জের অভিযোগ ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। 

    দুপুর ২.২৪: রানাঘাটের জকপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। 

    দুপুর ২.১৬: ভোটের দুপুরে খোশ মেজাজে কুণাল ঘোষ ও পরেশ পাল। 

    দুপুর ২.০৭: সকাল ১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৩৮.২৮ শতাংশ। রায়গঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৪১.৩৮ শতাংশ। রানাঘাট দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৪২.১৯ শতাংশ। বাগদায় বিধানসভায় ভোট দানের হার ৩৫.৬৬ শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে ৩৩.৩৭ শতাংশ। 

    বেলা ১.৩৫: বাগদায় বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুর। থান ইট ছুড়ে মারা হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। 

    বেলা ১.২৬: রায়গঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। অভিযোগ, খরমুজা ঘাট এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ভোট দিতে বারন করা হচ্ছে। দুই দুষ্কৃতী নম্বরবিহীন বাইক নিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফলে অনেকেই ভোট দিতে আসেননি। এর পরই ভোটের দায়িত্বে থাকা আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোট দিতে আসার জন্য অনুরোধ করছেন। 

    বেলা ১.০০: রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের ৯১ নম্বর বুথে ক্যামেরার মধ্যে কাপড় লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী গেলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। 

    বেলা ১২.৩০: সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।

    বেলা ১২.২০: উপনির্বাচনে ভোটের হার খুবই কম। তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে। ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। তৃণমূল জানে, মানুষ ভোট দিলে বিজেপি জিতবে। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 
  • Link to this news (প্রতিদিন)