গোবিন্দ রায়: নিউটাউনের রেস্তরাঁ কাণ্ডে অশান্তির ঘটনায় নয়া মোড়। সেদিনের চড় মারার ঘটনার কোনও সিসিটিভি ফুটেজই টেকনো সিটি থানায় সংরক্ষিত হয়নি। সিসিটিভি কাজ করলেও, ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে তা রেকর্ড হয়নি। বুধবারের শুনানিতে কলকাতা হাই কোর্টে একথাই জানাল রাজ্য। বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসিকে নতুন করে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ। ওইদিনই মামলার পরবর্তী শুনানি।
রাজ্যের তরফে বুধবার কলকাতা হাই কোর্টে জানানো হয়, টেকনো সিটি থানার ওসির কাছ থেকে গোটা ঘটনার ব্যাখা তলব করেছেন পুলিশ কমিশনার। থানার ওসির ব্যাখা থাকলে তা আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এদিন হাই কোর্টের তরফে সস্ত্রীক রেস্তরাঁ মালিক এবং ম্যানেজারকে রক্ষাকবচ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, রেস্তরাঁ মালিক আনিসুর হক, তাঁর স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তরাঁ ম্যানেজারকে এখনই গ্রেপ্তারির মতো কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী ৩১ জুলাই শুনানিতে পরবর্তী পদক্ষেপ স্থির হবে।