জট কাটিয়ে তিলপাড়ায় বাস স্ট্যান্ড নির্মাণ আবার শুরু হতে চলেছে
বর্তমান | ১১ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলা পরিষদের হস্তক্ষেপে সিউড়ির তিলপাড়ার নতুন বাস স্ট্যান্ড নির্মাণে জট কাটতে চলেছে। মঙ্গলবার জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে বিবদমান দুই পক্ষ, তৃণমূল ব্লক সভাপতি ও ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে কীভাবে পুনরায় কাজ শুরু করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকে বরফ অনেকটাই গলেছে বলে জানা যায়। আজ, অর্থাৎ বুধবার থেকে ফের বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হবে।
এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অফিসেই বৈঠক হয়। সেখানে সিউড়ি ১ ব্লকের তৃণমূলের সভাপতি প্রশান্ত লালা ওরফে রুপু ও তাঁর পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে ঠিকাদার সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি কাজে বাধা দেওয়া চলবে না। অতি দ্রুত যাতে ঠিকাদার সংস্থা কাজে নামে সেই ব্যবস্থা করতে হবে। সেখানে ব্লক সভাপতি ফের স্থানীয় লোকদের কাজে নেওয়ার দাবি তোলেন। তাঁর দাবি অবশেষে মেনে নেন ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। সিদ্ধান্ত হয়, স্থানীয় লোকজনকে মাটি ভরাটের কাজে লাগানো হবে। বাদবাকি কোনও কাজে কেউ হস্তক্ষেপ করবে না। তাতে সম্মতি জানায় উভয়পক্ষই। ব্লক সভাপতি রুপু বলেন, আমরা প্রথম থেকেই কাজের দাবি জানিয়ে এসেছিলাম। সেটা মানা হয়েছে। ১ হাজার ট্রাক্টর মাটি এলাকার ছেলেরা ভরাট করবে। বাদবাকি যা কিছু কাজ ঠিকাদারই করবে। এতে কিছু লোকের তো কর্মসংস্থান হল। অন্যদিকে, ওই ঠিকাদার কোম্পানির এক প্রতিনিধি বলেন, আমরা কখনওই বলিনি এলাকার লোক কাজ পাবে না। আমরা বলেছিলাম, এক ট্রাক্টর মাটি ফেলতে যে রেট তোমরা দাবি করছ তা দেওয়া যাবে না। আলোচনা করে রেট চার্ট ঠিক করলে আমাদের কোনও আপত্তি নেই। আমরা তো কাজটা দ্রুত করব বলেই এসেছি। সভাধিপতি কাজল বলেন, সব সমস্যা মিটে গিয়েছে। একদিনের মধ্যে কাজ শুরু হবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সিউড়ির জন্য প্রস্তাবিত তিলপাড়াতে বাস স্ট্যান্ড তৈরি নিয়ে জটিলতা দেখা দিচ্ছিল। প্রায় ৪২ বিঘা জমির উপর পরিবহণ দপ্তর বাস স্ট্যান্ড তৈরি করতে নেমেছে। কিন্তু ব্লক সভাপতি রুপু দাবি করেন, এলাকার মানুষদের কাজ দিতে হবে। এখান থেকেই ট্রাক্টরে করে মাটি নিয়ে জমি ভরাট করতে হবে। না হলে কাজ করতে দেওয়া যাবে না। ঠিকাদার সংস্থা রুপুর দাবি না মানায় কাজ বন্ধ হয়েছিল। গত সোমবারও এই নিয়ে একপ্রস্থ ঝামেলা হয়। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করে। অবশেষে দুই পক্ষের আলোচনায় জট খুলতে চলেছে। এবার কত দ্রুত কাজ শুরু হয় সেটাই এখন দেখার। শুরু হয়ে গেল তিলপাড়া বাসস্ট্যান্ড তৈরির কাজ।-নিজস্ব চিত্র