দলীয় কর্মীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৭ তৃণমূল নেতার যাবজ্জীবন
বর্তমান | ১১ জুলাই ২০২৪
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সাতজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হল। বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনুরুদ্ধ মাইতি এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের নাম বাবর আলি কোটাল, লাল মহম্মদ ভুঁইয়া, রাজন মণ্ডল, নবিয়াল মণ্ডল, সুকুর ভুঁইয়া, ইয়াসিন ভুঁইয়া ও হোসেন মণ্ডল। এদের মধ্যে প্রথমজন জয়পুরের উত্তরবাড় অঞ্চলের তৃণমূলের সভাপতি, পরের দু’জন পঞ্চায়েত সদস্য এবং বাকিরা দলের অঞ্চলস্তরের নেতা। ২০১২ সালে জয়পুরের হরিণাশুলিতে তৃণমূল কর্মী গোলাম কুদ্দুস শেখকে খুনের ঘটনায় মঙ্গলবারই তাদের দোষী সাব্যস্ত করা হয়। এদিন তাদের প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়াও প্রত্যেককে ২৫হাজার টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও তিনমাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়। দোষীদের সাজার কথা শুনে অভিযোগকারীদের পরিবারের লোকজন সন্তোষ প্রকাশ করেন। তাঁদেরই একজন গনি শেখ বলেন, দোষীরা সাজা পেয়েছে। আইনের প্রতি আমরা আস্থা রেখেছিলাম। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।
এদিন সাজা ঘোষণা হওয়ার আগে থেকেই তৃণমূল নেতৃত্ব আদালত চত্বরে হাজির হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল বলেন, নিম্ন আদালতের রায়ে আমরা সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের দলের উত্তরবাড় অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি কোনওরকম অন্যায় কাজের যুক্ত থাকতে পারেন না। সরকার পক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, বৈতল এলাকার হরিণাশুলি সংসদ এলাকায় ইন্দিরা আবাসনের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল স্থানীয় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। বিষয়টি চাউর হতেই তা নিয়ে ২০১২সালের ১জানুয়ারি বিকেলে হরিণাশুলি গ্রামে বেশ কিছু বহিরাগত সহ তৃণমূল নেতা ও কর্মীরা জড়ো হন। ওই সময় পার্শ্ববর্তী হাতবাড়ি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী গোলাম কুদ্দুস শেখ সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাবর আলি কোটাল, নবিয়াল মণ্ডল সহ অন্যান্যরা তাঁকে আটকে প্রচণ্ড মারধর করে। টাঙি, লাঠি, কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার পরের দিন মৃতের দাদা ইউসুফ আলি শেখ মোট ৪১জনের বিরুদ্ধে জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিস অভিযুক্তদের অধিকাংশকেই ধাপে ধাপে গ্রেপ্তার করে। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পায়। সেই থেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে মামলাটি চলছিল। তদন্তের পর পুলিস ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। বাকিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার ওই মামলার শেষ শুনানি ছিল। বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক ওইদিন সাতজনকে দোষী সাব্যস্ত করেন। বুধবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। ধৃত তৃণমূল নেতা।-নিজস্ব চিত্র