• বাড়ির টিনের চালায় চরছে গোরু, তোলপাড় দুর্গাপুর
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: গল্পের গোরু গাছে ওঠে বলে প্রবাদ রয়েছে। কিন্তু দুর্গাপুরে বাড়ির টিনের চালার উপর বাস্তবেই গোরু উঠল। এমএএমসি টাউনশিপের বি-টু এলাকায় গোরুর কাণ্ড দেখতে বুধবার সকালে লোকজন ভিড় করেন। টিনের চাল থেকে গোরুকে নীচে নামাতে হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। যদিও তারা আসার আগেই গোরুটিকে নামানো সম্ভব হয়। ততক্ষণে গ্যারেজের চালে গোরু উঠে পড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমএএমসি টাউনশিপে ওই দোতলা আবাসনের উপরে একটি পরিবার ও নীচতলায় আর একটি পরিবার থাকে। নীচের আবাসনে থাকেন অমিত চক্রবর্তী। বাড়ির সামনে একটি গাড়ির গ্যারেজ রয়েছে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ওই আবাসনের গৃহিণী শ্রাবণী চক্রবর্তী গ্যারেজের টিনের চালে বিকট শব্দ শুনে ঘরের বাইরে বেরিয়ে আসেন। চালের উপরে নজর যেতেই তাঁর চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। তিনি দেখেন, একটি কালো গোরু চালের উপর ঘোরাফেরা করছে। প্রতিবেশী ও পথচারীরা সেই দৃশ্য দেখতে ভিড় করেন। আবাসনের বেড়া ডিঙিয়ে প্রায় ১০ফুট উঁচু গ্যারেজের চালে কীভাবে গোরুটি উঠল, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। পরে জানা যায়, ওই আবাসনের সিঁড়ি বেয়েই গোরুটি উপরে উঠেছিল। সিঁড়িঘরের ব্যালকনি থেকে ওই চালে ঝাঁপ দেয় গোরুটি। তাকে চাল থেকে নামাতে ব্যস্ত হয়ে পড়েন এলাকার লোকজন। গোবেচারা গোরুটি নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। শেষমেশ যে পথে উঠেছিল সেই পথেই নেমে আসে। গোরুটি চাল থেকে ফের ব্যালকনিতে যায়। তারপর সিঁড়ি বেয়ে নীচে নেমে আসে। গৃহিণী শ্রাবণীদেবী বলেন, চালের উপর গোরুটি দেখে আমি হতবাক হয়ে যাই। স্থানীয় বাসিন্দা প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ও অসীম সাধু বলেন, গল্পের গোরু গাছে ওঠে শুনেছি। তবে এমন দৃশ্য আগে দেখিনি। গোরুটিকে নামানোর জন্য পুলিস ও দমকলে ফোন করা হয়েছিল। শেষমেশ নিজেই নেমেছে। গোরুটি সুস্থ আছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)