সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনির ১৫ বছরের এক ছেলের ব্যবহারে অতিষ্ঠ এলাকাবাসী। ডানপিটে ছেলে। কারও কথা শোনে না। মানেও না। হাতের সামনে ইট, পাথর যা পায় তা দিয়েই মানুষকে ছুঁড়ে মারে। লাঠি হাতে তেড়ে যায়। মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে বাবা-মা। নিরুপায় হয়ে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তাঁরা।
মানসিক ভারসাম্যহীন ছেলেটির নাম সুজিত মণ্ডল। তার বাবা উজ্জ্বল মণ্ডল লরিচালক। মা মাম্পি মণ্ডল বধূ। ছেলেটির মা বলেন, আমরা আর পারছি না। অনেক জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ হয়নি। সরকার একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়। ওয়ার্ড কাউন্সিলার এবং স্থানীয় বিধায়ক পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
চোখের জল মুছে মাম্পি বলেন, ছেলে খুব অত্যাচার করে। ছাড়া পেলেই ইট দিয়ে সবাইকে মারে। শিকলে বেঁধে রাখা অমানবিক জেনেও নিরুপায় মাম্পি, উজ্জ্বল। ওয়ার্ডের কাউন্সিলার বিভূতিভূষণ ঘোষ বলেন, এটা আমরা জানি। অনেক দিনের অসুবিধা। আমরা বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে সহযোগিতার চেষ্টা করব। মালদহের বিধায়ক গোপাল সাহা বলেন, হোমে রেখে চিকিৎসা করলে ছেলেটি সুস্থ হতে পারে। আমরা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। নিজস্ব চিত্র।