• করণদিঘিতে জাতীয় সড়কের পাশে অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: ৩৪ নং জাতীয় সড়কের পাশে সরকারি জমির ওপর ঘরবাড়ি ভেঙে ফেলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন। করণদিঘি ব্লকের দোমহনা, পাতনোর, রহটপুর এলাকায়  বুধবার আর্থ মুভার দিয়ে সরিয়ে দেওয়া হয় অবৈধ দোকান। করণদিঘি ব্লক প্রশাসনের আধিকারিক জয়ন্ত দেবব্রত চৌধুরী বলেন, সরকারি জমিতে অবৈধ নির্মাণ সহ ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। ডালখোলা থানার দোমোহনা, পাতনোর, রহটপুর এলাকায়। তারপরেও অনেকে নির্মাণ সরাননি বলে ভেঙে ফেলা হয়েছে। 


    জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক শোভিক ভৌমিক জানিয়েছেন, রায়গঞ্জ থেকে ডালখোলা ৩৪ নং জাতীয় সড়কের ফোর লাইনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরেই সড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘরবাড়ি, চায়ের দোকান করা হয়েছে। একমাস ধরে সেগুলি সরানোর জন্য মাইকিং করা হয়েছিল। নোটিশ পাঠানোর পরেও কেউ কথা শোনেননি। ব্লক প্রশাসন, পুলিসের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। রহটপুরের বাসিন্দা ফিরোজ আলম বলেন, জাতীয় সড়ক নির্মাণ শেষ হয়েছে। কিছু গরিব মানুষ চায়ের দোকান করে সংসার চালাতেন। সেই সব দোকান ভেঙে ফেলা হয়েছে। পাতনোরের বাসিন্দা বাসির আলি বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ভিটে পর্যন্ত নিয়ে নিয়েছে সরকার।  খানিকটা জায়গা ফাঁকা পড়ে ছিল। সেই জায়গাতেই টিনের ঘর বানিয়ে একটি দোকান করেছিলাম। সেই দোকান ভেঙে ফেলেছে প্রশাসন। এখন কোথায় কাজ করব বুঝতে পারছি না। নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)