• মেয়রের বৈঠক
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:  শিলিগুড়ি পুরসভা এলাকায় সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব। ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বুধবার শহরের দীনবন্ধু মঞ্চে আশাকর্মী, এফটিএস, এইচ ডব্লুউ এবং মাস কর্মীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন মেয়র। হাজির ছিলেন তৃণমূল কাউন্সিলাররাও। মেয়র বলেন, শহরে দুটি পলিক্লিনিক হচ্ছে। মাতৃসদনের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হবে। পুরসভা এলাকায় ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।  
  • Link to this news (বর্তমান)