সংবাদদাতা, তুফানগঞ্জ: উত্তর সিকিমের রেনক শৃঙ্গ জয় করেছেন তুফানগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী সুপর্ণা মান্তা। তুফানগঞ্জ ২ ব্লকের তল্লিগুড়ির এই বাসিন্দার সাফল্যে খুশির হাওয়া বইছে কলেজজুড়ে। বুধবার তুফানগঞ্জ কলেজ এবং সেভেন বেঙ্গল এনসিসি গার্লস ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়, অধ্যাপক দ্বিজেন্দ্র সিংহ, সায়নী বিশ্বাস সহ অনেকেই। ১৬৫০০ ফুট উচ্চতার রেনক শৃঙ্গের উদ্দেশে ২ মে রওনা হন সুপর্ণা। সেই উচ্চতায় পৌঁছতে সময় লাগে ২৭ দিন। হিমালয়া মাউন্টেয়িনারিং নামে একটি সংস্থার সদস্যা সুপর্ণা। সংবর্ধনা পেয়ে তিনি বলেন, এই অভিযানে যোগ দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা দিয়েই আগামীদিনে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছি। এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছি। অধ্যাপিকা লেফটেনেন্ট সায়নী বিশ্বাস বলেন, সুপর্ণার এই সাফল্য আমাদেরকে গর্বিত করেছে। ওর লক্ষ্য পূরণে যাতে কোনও বাধা না আসে, সে ব্যাপারে আমরা ওর পাশে রয়েছি।