এবার অরিগ্যামি পেপারে ডেঙ্গু নির্ণয়, খরচ মাত্র ৩০ টাকা
বর্তমান | ১১ জুলাই ২০২৪
বিশ্বজিৎ দাস, কলকাতা: বাড়ছে ডেঙ্গু। কপালের ভাঁজ চওড়া হতে শুরু করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এখন বছরের প্রথমার্ধেই তাঁরা জানার চেষ্টা করেন, কী ধরনের ডেঙ্গু হচ্ছে। যদি দ্রুত জানা সম্ভব হয়, সেদিকেই বাড়তি নজর দিতে পারবে সরকার থেকে শুরু করে রোগীর পরিবার। কিন্তু বাংলায় সরকারিক্ষেত্রে এই বিশেষ ধরনের সেরোটাইপ পরীক্ষা করে হাতেগোনা দু’-তিনটি সরকারি প্রতিষ্ঠান। তাও রিপোর্ট আসতে আসতে এক থেকে দু’সপ্তাহ সময় লেগে যায়। ততদিনে বড়সড় বিপর্যয় ঘটে যাওয়ার ভয় থাকে। খড়গপুর আইআইটি এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের তিন বিজ্ঞানী ও চিকিৎসক বার করে ফেললেন এর সহজ সমাধান। অরিগ্যামি কাগজ কাজে লাগিয়ে তাঁরা উদ্ভাবন করে ফেললেন এক অসাধারণ ‘আবিষ্কার’। মাত্র আধ ঘণ্টায় ডেঙ্গু টেস্ট! ডেঙ্গু হয়েছে কি না, শুধুমাত্র সেটুকু জানাই নয়, সেরোটাইপিং পরীক্ষা করে কী ধরনের ডেঙ্গু হয়েছে, সেই সময়সাপেক্ষ কাজ তাঁরা করে দিচ্ছেন ৩০ মিনিটে। এই তিন কৃতীর মধ্যে দু’জন খড়গপুর আইআইটির বিজ্ঞানী ও গবেষক। ভাটনাগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ সুমন চক্রবর্তী এবং ডঃ পৌলমী বিশ্বাস। তৃতীয়জন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ দোলনচাঁপা মোদক। খড়গপুর আইআইটির ইনস্টিটিউট পোস্ট ডক্টরাল ফেলো (বর্তমানে আইআইসিবি রিসার্চ অ্যাসোসিয়েট) হিসেবে কর্মরত পৌলমী বুধবার বলেন, ‘২০১৭ সালে আমার ডেঙ্গু হয়েছিল। চিকিৎসককে জিজ্ঞাসা করেছিলাম, ডেঙ্গু তো হয়েছে। কিন্তু কী ধরনের? উনি বলেছিলেন, জানি না। সেরোটাইপ করার পরিকাঠামো নেই। শুনে আমার ভয় লেগেছিল। কারণ, আগে যদি কখনও আমার ডেঙ্গু হয়ে থাকে (বুঝতে না দেওয়া সাবক্লিনিক্যাল ইনফেকশন) এবং এবারে যদি অন্য ধরনের ডেঙ্গু ভাইরাসে সংক্রামিত হই, তাহলে তো বিপদের পর বিপদ! এনিয়ে গবেষণা করার কথা তখনই মাথায় আসে।’
অরিগ্যামি কাগজ ব্যবহার করে ট্রপিক্যালের ১২০ জন রোগীর উপর চলে গবেষণা। এক ফোঁটা করে (৩০ মাইক্রোলিটার) রক্ত নিয়ে চলে রিসার্চ। ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখতে আইসো থার্মাল হিটিং ট্যাব বলে একটি যন্ত্রের প্রয়োজন হয়। সেটিও বিজ্ঞানীরা তৈরি করে ফেলেন সস্তায়। আর রোগপরীক্ষায় খরচ সাকুল্যে ৩০ টাকা! দেখা যায়, ডেঙ্গু ধরা পড়লেই গোলাপী রংয়ের অরিগ্যামির কাগজ হলুদ বর্ণ ধারণ করছে। পৃথিবীবিখ্যাত জার্নাল ‘এসিএস সেন্সাস’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা।