গৃহস্থের সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার আটকাতে আধার যাচাই
বর্তমান | ১১ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের আধার যাচাইকরণের কাজ চলছে। যে সব সিলিন্ডার সংযোগ সাধারণ গ্রাহকের নামে নেওয়া আছে, অথচ সিলিন্ডারগুলি ব্যবহার করা হচ্ছে কোনও বাণিজ্যিক কাজে, সেগুলি চিহ্নিত করা এবং সেই নামে গ্যাস সংযোগ বন্ধ করা এর অন্যতম উদ্দেশ্য বলে জানালেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর কথায়, অনেক ক্ষেত্রে দেখা যায়, গৃহস্থের রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে কারও নামে। কিন্তু সেটি ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। এই সংযোগগুলি বন্ধ করা হবে। প্রসঙ্গত, পেট্রলিয়াম মন্ত্রী জানিয়েছিলেন, আধার সংযুক্তির কোনও সময়সীমা নেই। যে কেউ তা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে করতে পারেন, তেল সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে করতে পারেন অথবা বাড়িতে আসা গ্যাস-কর্মীদের থেকে করতে পারেন।