• মমতার বিরুদ্ধে বোসের মামলা, শুনানি সোমবার
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলার শুনানি হবে আগামী সোমবার। বুধবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ এমনটাই জানিয়েছে। এদিন মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবীর তরফে মামলা চলাকালীন কোনও অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়। যদিও এদিন নথি আদান-প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী মামতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই মামলায় তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকে যুক্ত করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)