সেমেস্টার পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্সে
বর্তমান | ১১ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ শাখার মতো উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক (ভোকেশনাল) কোর্সেও সেমেস্টার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। একাদশ শ্রেণিতে সেমেস্টার ভিত্তিক পরীক্ষা চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। দ্বাদশ শ্রেণিতে তা চালু হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দু’টি করে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। কোন সময়ে ও কীভাবে এই পরীক্ষা নেওয়া হবে, তা নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে। প্রতি শ্রেণির প্রথম সেমেস্টারে পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পাশ করতে না পারলে দ্বিতীয় সেমেস্টারের অন্য বিষয়গুলির সঙ্গে ফের ওই সব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে দ্বিতীয় সেমেস্টারেও যদি ওই পরীক্ষার্থী কোনও বিষয়ে পাশ না করতে পারেন, তাহলে তাঁকে ফের প্রথম সেমেস্টারের পরীক্ষা নতুন করে দিতে হবে। নথিভুক্ত করার ৫ বছরের মধ্যে একজন পরীক্ষার্থীকে চারটি সেমেস্টারের পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক।