• মামলা লঘু করতে ২ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ঢোলাহাট কাণ্ডে বুধবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পুলিসের বিরুদ্ধেই ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন মৃত যুবক আবু সিদ্দিক হালদারের বাবা ইয়াসিন হালদার। তিনি এ নিয়ে এদিন ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইয়াসিনের দাবি, চোর সন্দেহে ছেলেকে তুলে নিয়ে আসার পর তাঁর বিরুদ্ধে মামলা হাল্কা করে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন এক পুলিস অফিসার। সেটা করার জন্য দুই লক্ষ টাকা চাওয়া হয়। সেই মতো ১ লক্ষ ৭৫ হাজার টাকা ওই পুলিস অফিসারকে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, থানার আরেক পদস্থ আধিকারিকও টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তি করার কথা জানিয়েছিলেন বলে অভিযোগ ওই যুবকের বাবার। এই ঘটনা সামনে আসতেই অস্বস্তি তৈরি হয়েছে পুলিসের অন্দরে।  এমন অভিযোগ প্রসঙ্গে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলে সেই মতো পদক্ষেপ করা হবে।   


    যুবকের মৃত্যুর ঘটনার জেরে মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা সংলগ্ন এলাকা। এদিন ১০টা নাগাদ মৃতের পরিবার, তাঁদের প্রতিবেশী এবং আইএসএফের জেলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা মিছিল করে থানার সামনে আসেন। তার আগেই অবশ্য সেখানে গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছিল। সেখানেই তাঁরা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি। সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীদের থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল থানার ভিতরে গিয়ে মন্দিরবাজারের ডিএসপি সুবীর বাগের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দল থানা থেকে বাইরে বেরিয়ে এসেই বিক্ষোভ তুলে নেওয়ার কথা ঘোষণা করে। পরিবার সূত্রে খবর, আবু সিদ্দিকের প্রায় দেড় বছর আগে বিয়ে হয়েছিল। বর্তমান তাঁর স্ত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা। বৈঠকে মৃতের হবু সন্তানের সুরক্ষা, পরিবারকে আর্থিক সাহায্য এবং ঘটনার সঙ্গে যে পুলিস কর্মীরা যুক্ত, তাঁদের শাস্তির দাবি জানায় ওই প্রতিনিধি দল। এমনকী ওই এক লক্ষ ৭৫ লক্ষ টাকাও ফেরত দেওয়ার দাবি করেছেন মৃতের বাবা। এদিন দুপুর ১২টা নাগাদ মৃতের রায়দিঘির ঘাটবকুলতলা গ্রামের বাড়িতে যান ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁরা আবুর পরিবারের সঙ্গে কথা বলেন। কান্তিবাবু বলেন, ঢোলাহাট থানা আইন মানে না। গ্রেপ্তারির ২৪ ঘণ্টা পরও আদালতে আবুকে তোলেনি তারা। প্রায় আড়াই দিন ধরে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে খুব শীঘ্রই দলমত নির্বিশেষে ঢোলাহাট থানা এলাকায় প্রায় কুড়ি হাজার মানুষের জমায়েতের ডাক দেওয়া হবে। রাস্তায় প্রতিবাদ হবে, হাইকোর্টে মামলা চলবে।
  • Link to this news (বর্তমান)