• পাথরপ্রতিমাকে প্লাস্টিকমুক্ত করার ডাক
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমা ব্লককে এবার প্লাস্টিকমুক্ত করার লক্ষ্য নিল প্রশাসন। তাই প্লাস্টিক ব্যবহার না করার জন্য সচেতনতামূলক প্রচার শুরু করেছে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি। প্রতি পঞ্চায়েতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো তৈরি করা হয়ে গেলে গোটা ব্লক জুড়ে প্লাস্টিক ব্যবহার করার উপর নিষেধজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছেন সভাপতি মনশ্রী মণ্ডল। বর্তমানে সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপ একমাত্র প্লাস্টিকমুক্ত রয়েছে। জেলার আর কোথাও এখনও এই উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু নদীমাতৃক এলাকা পাথরপ্রতিমাকেও এই দূষণ থেকে সম্পূর্ণ মুক্ত করতে চাইছে ব্লক প্রশাসন। বুধবার ব্লকের শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন করেন জেলাশাসক সুমিত গুপ্তা। সেই অনুষ্ঠানেই পাথরপ্রতিমা ব্লককে প্লাস্টিকমুক্ত করার ডাক দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে এদিন বারুইপুর, বাসন্তী, মথুরাপুর এক, দুই সহ প্রায় সব ব্লকে একটি দু’টি করে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সূচনা করা হয়। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, ৮৫টি আগেই চালু করা হয়েছে। এদিন আরও ২৪টির উদ্বোধন করা হল। গ্রামে এই ব্যবস্থা চালু করা হয়েছে ঠিকই, কিন্তু তা যাতে ঠিক মতো চলে, তার দায়িত্ব নিতে হবে গ্রামবাসীদের। যত্রতত্র ময়লা না ফেলার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এদিনের অনুষ্ঠানে সাংসদ বাপি হালদার, বিধায়ক সমীর জানা উপস্থিত ছিলেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)