বাঁশদ্রোণীর পুকুর থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, তদন্তে পুলিস
বর্তমান | ১১ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী থানা এলাকার একটি পুকুর থেকে এক সদ্যোজাতের দেহ উদ্ধার করল পুলিস। তার পরিচয় জানতে পারেননি তদন্তকারীরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহটি উদ্ধার হলেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সদ্যোজাতের দেহটি কেউ পুকুরে ফেলে দিয়ে গিয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরে। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ স্থানীয় একটি স্কুলের পিছনের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাঁশদ্রোণী থানায় খবর দেন। পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা শিশুটিকে পুকুরে ফেলে দিয়ে গিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসি ক্যামেরা রয়েছে কি না, তাও খুঁজছে পুলিস। সেখানকার ফুটেজ খতিয়ে দেখা হবে। লালবাজার জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।