আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে দুর্ভোগ চলছেই ...
আজকাল | ১১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকালে চড়া রোদ থাকলেও, আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ অব্যাহত। চলতি সপ্তাহেও জারি সতর্কতা।
বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।