শেষ হল বিধানসভা উপনির্বাচন, কার মুখে ফুটবে শেষ হাসি? অপেক্ষা চূড়ান্ত ফলের ...
আজকাল | ১১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বড় কোনও ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বুধবার যে চারটি কেন্দ্রে এই উপনির্বাচন হয়েছে সেগুলি হল মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের নিরীখে রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ। পাঁচটা পর্যন্ত চারটি কেন্দ্রে মোট ৬২.৭১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
একমাত্র মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রই গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। ফলে এই উপনির্বাচনে বিজয় লক্ষী তিন পদ্ম শিবির থেকে বেরিয়ে ঘাসফুল শিবিরে আসে কিনা সেদিকেই লক্ষ্য সকলের।