• হুগলির ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার ঘটনায় 'গ্যাং'-এর যোগ! পুলিশের জালে ৪
    এই সময় | ১১ জুলাই ২০২৪
  • আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুগলির এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের চুঁচুড়া স্টেশনের রেল লাইনের ধার থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়।চুঁচুড়া পল্লিশ্রীর বাসিন্দা মৃণাল সাহা পোলবার সুগন্ধায় একটি সুপারি প্রক্রিয়াকরণ কারখানা চালান। গত ৩১ মার্চ অন্যান্য দিনের মতো তিনি কাজ শেষ করে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে তাঁকে আচমকা আটকান কয়েকজন দুষ্কৃতী। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে বাইকে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু, টানা হেঁচড়াতে মাটিতে পড়ে যান ওই ব্যবসায়ী। রাস্তায় পড়ে তাঁর পা ভাঙে। এদিকে তাঁর চিৎকারে লোকজন জড়ো হতেই তাঁকে ফেলে চম্পট দেয় অপহরনকারীরা। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ওই ব্যবসায়ীকে।

    পোলবা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গত মে মাসের ৬ তারিখে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আরও চারজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃতরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের বিরোধী বাবু পালের গোষ্ঠীর সদস্য। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, ওই ব্যবসায়ীকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। কিন্তু, তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। পাশাপাশি বাবু পালের এই ঘটনায় ঠিক হাত রয়েছে? তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে পাঁচজনের গ্রেফতারির পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই ব্যবসায়ী। মৃণালবাবুর কথায়, ‘প্রতিদিন আমি ওই রাস্তা দিয়ে ফিরি। সেই দিনও কাজ শেষ করে আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ কয়েকজন বাইকে করে এসে আমাকে ঘিরে ধরল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওরা জোর করে আমাকে বাইকে তুলতে চেয়েছিল। কিন্তু, সেই সময় আমি পড়ে যাই। কয়েকজন আমার চিৎকার শুনে সেখানে এসে পড়ায় ওরা পালিয়ে যায়।’

    এরপরেই থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রেফতার হওয়া ওই দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা, এখন সব নজর সেই দিকে।
  • Link to this news (এই সময়)