'লক-আপে গেলে ভালো লাগবে?' সবজি বিক্রেতাদের কড়া বার্তা টাস্ক ফোর্সের
এই সময় | ১১ জুলাই ২০২৪
শাক-সবজির দাম ১০ দিনের মধ্যে কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি দেখার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তড়িঘড়ি বাজারগুলিতে হানা দেওয়া শুরু করেছে টাস্ক ফোর্স। বুধবার ভিআইপি ও কোলে মার্কেটের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে যান টাক্স ফোর্সের কর্তারা। সেখানে বিভিন্ন সবজির বাজারদর খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। অতিরিক্তি মুনাফা করতে গিয়ে যাতে বেশি দামে শাক-সবজি বিক্রি করা না হয়, তার জন্য একপ্রকার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয় টাস্ক ফোর্সের পক্ষ থেকে।টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে রীতিমতো কড়া সুরে এক ব্যবসায়ীকে বলেন, 'দাম কমিয়ে বিক্রি কর, এত বেশি লাভ কর না। বুড়ো বয়সে লকা-আপে থাকবে, ভালো লাগবে? কোনও কথা শুনবে না। যেমন কিনবে তেমন বিক্রি কর, অতিরিক্ত সুযোগ নিও না। বারবার বলছি, এসব করো না।'
পাশাপাশি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ কোলে বলেন, 'কিছু কিছু জিনিসে পাইকারি ও খুচরো বাজারে অনেক তফাত। যেমন ঢ্যাঁড়স ওখানে (পাইকারি বাজার) বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়, আর এখানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আমরা বলেছি, এমনটা চলবে না, দাম কমাতে হবে। উচ্ছে, করোলাও যে দামে বিক্রি করা হচ্ছে, তা কমানো যেতে পারে।' তিনি জানান, কোলে মার্কেটে জিনিসপত্রের আকাল রয়েছে। তবে তাঁরা আশাবাদী যে দাম কমে যাবে। সমস্ত জেলার বাজারেও এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রবীন্দ্রনাথ কোলে। সেক্ষেত্রে বিভিন্ন জেলার বিডিও, এসডিও-রাও এই কাজে নেমেছেন বলে জানান তিনি। গোটা রাজ্যেই এই অভিযানের প্রভাব পড়বে বলে আশাবাদী রবীন্দ্রনাথ কোলে।
এদিকে কলকতার পাশাপাশি বিভিন্ন জেলার বাজারগুলিতেও তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বাঁকুড়া শহরের মাচানতলা, চকবাজার, নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালান। আলু-পেঁয়াজের আড়তদারদের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। একইসঙ্গে বিক্রেতাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাক-সবজি বিক্রির নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে হুগলির পোলবার গোটু পাইকারি বাজারেও অভিযান চালান ব্লক প্রশাসনের আধিকারিকরা। ছিলেন পোলবার বিডিও জগদীশচন্দ্র বাড়ুই, ওসি পোলবা নজরুল ইসলাম, পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ।