• মুদির দোকান চালানোর পাশাপাশি হাতে আঁকা পোট্রেট বিক্রি, উত্তরপাড়ায় সাড়া ফেলল যুবক...
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: সিনে দুনিয়ার সুপার স্টার থেকে, ক্রিকেট জগতের তারকা কিংবা বিশিষ্ট সঙ্গীতশিল্পী, একের পর এক অনবদ্য পোর্ট্রেট এঁকে চলেছেন। একইসঙ্গে সামলাচ্ছেন মুদি দোকান। সেই দোকান থেকে মুদিখানার সামগ্রীর পাশাপাশি বিক্রি হচ্ছে ছবি। উত্তরপাড়া বাজার এলাকায় জি টি রোড এর ওপরেই রয়েছে এমন এক দোকান। দোকানের মালিক বৃদ্ধ গৌতম মোদক। তবে দোকান চালান বছর ২৫ এর যুবক। যার নাম সুমন মোদক। তাঁর মধ্যে সবসময় দেখা গেছে দোকান চালানোর পাশাপাশি নিজের শিল্পী সত্তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা।

    উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরীর ঠিক বিপরীতে মুদিখানার দোকান গৌতম বাবুর। সেখানে মুদিখানার সামগ্রীর সঙ্গে সুমনের হাতে আঁকা পোট্রেট ছবিও বিক্রি হয়। সুমন জানিয়েছেন, স্নাতক হওয়ার পর চাকরির চেষ্টা ব্যর্থ হয়। লকডাউনের সময় থেকে দোকানে বসতেন সুমন। দোকান চালানোর পাশাপাশি ছবি আঁকতেন। আঁকা ছবির দু একটা বিক্রির জন্য দোকানের বাইরে রাখতেন। ধীরে ধীরে ছবি বিক্রি শুরু হয়। ৫০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামে ছবি বিক্রি হতে শুরু করে। এই প্রসঙ্গে বাবা গৌতম মোদক জানিয়েছেন, মুদিখানার দোকান তাঁর পারিবারিক ব্যবসা। বর্তমানে সেই দায়িত্ত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে সুমন। ছেলের ছবি আঁকার নেশা ছোট থেকেই। বর্তমানে তিনি দোকানে বসেই ছবি আঁকেন। এবং সেই ছবি বিক্রি হয় ভাল দামে। বর্তমানে সে একটি ছোট্ট আঁকার স্কুল খুলেছে। আঁকা শেখাচ্ছে। পথ চলতি মানুষ সুমনের হাতে আঁকা ছবির সুখ্যাতি করে। নাম হয়েছে ভালই। অন্য জেলা থেকেও অনেকে আসেন সুমনের আঁকা ছবি কিনতে।
    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)