• মানিকতলায় পুননির্বাচন নয়, কমিশন জানাতেই বিজেপিকে কটাক্ষ করলেন কুণাল...
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খারিজ হয়ে গেল মানিকতলা কেন্দ্রে পুননির্বাচনের দাবি। বুধবার রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ছিল। ভোটপর্ব মিটে যাওয়ার পরই নির্বাচন কমিশনে যান মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সহ বেশ কয়েকজন রাজ্য বিজেপি নেতা। তাঁরা দাবি করেন, মানিকতলার বেশ কয়েকটি বুথে ভোট লুঠ হয়েছে। সেখানে পুননির্বাচন করা হোক। মোট ৮৯টি বুথে পুননির্বাচনের দাবি জানিয়েছিল গেরুয়া শিবির। এই আবেদন জানানোর কয়েক ঘণ্টা পরেই খারিজ হয়ে গেল বিজেপির দাবি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, কোনো পুননির্বাচন হবে না। জানা গিয়েছে, নির্বাচন পর্ব শেষের পর এলাকায় স্ক্রুটিনি করে কমিশন।

    মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ।
    1) কোনো বুথে রি-পোল নয়।
    2) মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনো প্রতিনিধি আসেনি।
    3) কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনো বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল।
    তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 11, 2024



  • Link to this news (আজকাল)