• ডোমজুড়ে সোনার দোকান লুঠে গ্রেপ্তার ‘চাচি’
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : ডোমজুড়ে সোনার দোকান লুঠে গ্রেপ্তার করা হল চাচিকে। বিহার থেকে তাঁকে এখানে নিয়ে আসা হয়। হাওড়া জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হয়। তদন্তকারীরা চাচিকে জেরা করতে চান।

    তদন্তে জানা গিয়েছে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ গ্যাংয়ের সদস্য ছিল চাচি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চুরির সমস্ত ছকই সাজিয়ে দিয়েছিল চাচি। কোন পথে দুষ্কৃতীরা আসবে, কোন পথে পালিয়ে যাবে। ডাকাতির আগে রেইকি সবই ছিল চাচির মাস্টারমাইন্ড। এমনকি ডাকাতির আগে অস্ত্রের যোগানও দিয়েছিলেন চাচি। চাচিকে নিজেদের হেপাজতে নিয়ে এই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। 
  • Link to this news (আজকাল)