• উন্নয়নের কাজ বন্ধ! টেন্ডার না করায় হারুয়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে 'শোকজ' করলেন বিডিও ...
    আজকাল | ১১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের প্রায় এক বছর পার হতে চললেও বাম-কংগ্রেস-বিজেপি পরিচালিত মুর্শিদাবাদে সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কোনও কাজই হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে বাধা দেওয়ার জন্য জোট পরিচালিত এই পঞ্চায়েতে কোনও কাজ হচ্ছে না। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টি স্থানীয় বিডিও এবং জেলাশাসকের নজরে আনা হয়েছে।

    যদিও হারুয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলনেতা আব্দুল লতিফ এবং ওই পঞ্চায়েতের প্রধান রাখি রবিদাস দাবি করেন,"এই পঞ্চায়েতকে বদনাম করার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ড্রেনের মুখ বন্ধ করে রাখছেন। তার ফলে সেই জল রাস্তাতে উঠে আসছে। তবে আমরা পঞ্চায়েত দখল করার পর ইতিমধ্যে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। সরকার থেকে অর্থ না পেলেও ইতিমধ্যে আমরা নিজেদের উদ্যোগে বহু ড্রেন পরিস্কার করেছি এবং একাধিক রাস্তা নির্মাণ করেছি।"
  • Link to this news (আজকাল)