আজকাল ওয়েবডেস্ক: ‘৩৪ বছর আমরা সিপিএমের হুমকির সামনে লড়াই করেছি। হমকি দিয়ে আমাদের রোখা যায় না’। দমদম লোকসভার সাংসদ সৌগত রায়কে হুমকির ঘটনায় এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। জয়ন্ত রায়কে গ্রেপ্তারের পরই বুধবার রাত তিনটে নাগাদ হুমকি ফোন আসে সৌগত রায়ের কাছে। জানা গিয়েছে, একাধিকবার সৌগতকে ফোন করা হয়। দাবি করা হয়, জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে অবিলম্বে। ফোন কলের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার এই প্রসঙ্গেই ফিরহাদ বলেন, ‘সিপিএমের হুমকির বিরুদ্ধে লড়াই করেছি। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। সৌগত রায়ও আমাদের সঙ্গে লড়াই করেছেন।
গুলি করে মারলেও পরোয়া করি না। বাইরে থেকে গুণ্ডা এনে যদি বিজেপি আমাদের খুন করতে চায় তাহলেও আমরা পিছপা হব না। মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে’। প্রসঙ্গত, আড়িয়াদহে ঘটে যাওয়া একটি অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক যুবক মা এবং ছেলের ওপর ব্যাপক লাঠিপেটা করছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় ডন নামে পরিচিত জয়ন্ত সিংকে। তদন্তে নেমে দেখা যায়, এই একটাই নয় এর আগেও বহু এরকম ঘটনা ঘটিয়েছেন আড়িয়াদহের ডন। অভিযুক্ত রয়েছেন জয়ন্ত সিংয়ের শাগরেদরাও। জয়ন্তকে গ্রেপ্তারের পর তাঁর শাগরেদদের বিরুদ্ধে এবার উঠল হুমকির অভিযোগ। এই ঘটনায় এবার পুলিশ কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।