• বারুইপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! আটক শ্বশুরবাড়ির এক সদস্য   
    বর্তমান | ১১ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। খুনের অভিযোগ মৃতার বাপের বাড়ির সদস্যদের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শঙ্করপুর ২ নং পঞ্চায়েত এলাকার ঘটনা। গতকাল, বুধবার রাতেই ওই গৃহবধূর মৃতদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতার নাম রুকসানা বিবি (২০)। তাঁর বাড়ি জয়নগর থানা এলাকায়। কয়েকমাস আগেই বাড়ির অমতে পালিয়ে গিয়ে শঙ্করপুরের বাসিন্দা সাহিল শেখকে বিয়ে করেন রুকসানা। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা অত্যাচারের শিকার হতেন তিনি। রুকসানা অন্তঃসত্ত্বা জেনেও পণের দাবিতে তাঁকে মারধর করত শ্বশুরবাড়ির সদস্যরা। সেই কারণেই চিন্তায় থাকত রুকসানার বাবা রোশন শেখ। এরই মাঝে গতকাল, বুধবার বিকেলে রুকসানার মৃত্যুর খবর পান বাপের বাড়ির সদস্যরা। শ্বশুরবাড়িতে গিয়ে রুকসানার বাবা দেখেন তাঁর মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। কেউ নেই বাড়িতে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মারধর করে মেরে ফেলা হয়েছে রুকসানাকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস। যদিও দোষীদের গ্রেপ্তারির দাবিতে স্থানীয়রা প্রাথমিকভাবে পুলিসকে দেহ নিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিস। দোষীদের গ্রেপ্তারির আশ্বাস দিতে পরিস্থিতি শান্ত হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)