• জয়ন্তকে না ছাড়লে খুনের হুমকি সাংসদ সৌগত রায়কে
    দৈনিক স্টেটসম্যান | ১১ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝরাতে দমদমের সাংসদ সৌগত রায়কে ফোন করে খুনের হুমকি। ফোনে বলা হয়, যত দ্রুত সম্ভব জয়ন্ত রায়কে না ছাড়লে তাঁকে খুন করা হবে। এবিষয়ে সাংসদ সৌগত রায় বলেন,”আমি একটি অজানা নাম্বার থেকে ফোন পেয়েছি। ফোনের অপার প্রান্ত থেকে বলা হয়, যদি আমি জয়ন্ত সিংহকে ছাড়ার ব্যাপারে কোনও নিশ্চিত প্রতিশ্রুতি না দিই, তাহলে আমাকে হত্যা করা হবে। ফোনে ওই ব্যক্তি বলে, আমি আড়িয়াদহে গেলে আমাকে খুন করা হবে।’

    গত কালের এই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ সৌগত রায়। পাশাপাশি, তিনি এই অজানা ফোন নম্বর ট্র্যাক করে হুমকি প্রদানকারীর অনুসন্ধান করতে বলেছেন বারাকপুরের পুলিশ কমিশনারকে। ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    প্রসঙ্গত আড়িয়াদহ গণপিটুনি কান্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ৷ পুলিশের হাতে পাকড়াও হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন৷ তবে এলাকার ‘ত্রাস’ জয়ন্তকে মুক্ত করতে মরিয়া তাঁর সঙ্গীরা৷ এবার জয়ন্তকে মুক্ত করার দাবিতে ‘হুমকি’ ফোন পেলেন খোদ সাংসদ! ভোর রাতে ফোনে ‘খুন’-এর হুমকি দেওয়া হয় সাংসদ সৌগত রায়কে৷ সূত্রের খবর, বুধবার রাত তিনটে নাগাদ একাধিকবার ফোন আসে দমচদমের সাংসদ তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়ের কাছে৷ ফোন ধরতেই সাংসদকে দেওয়া হয় ‘হুমকি’৷

    উল্লেখ্য, এর আগে দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে একাধিক মঞ্চে দেখা গিয়েছে আড়িয়াদহ কান্ডের মূল অভিযুক্ত জয়ন্তকে৷ তবে মঞ্চে একসঙ্গে থাকলেও কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না বলেই দাবি দুই তৃণমূল নেতার৷ সম্প্রতি আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়৷ সেই ঘটনায় নাম জড়াই এলাকার ‘ডন’ বলে পরিচিত জয়ন্ত সিংয়ের৷ ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি৷ তারপরেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়৷

    গত বৃহস্পতিবার ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্টিটিউটের সামনে থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূলচক্রী জয়ন্ত সিংকে৷ তারপর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে একের পর এক ভিডিও৷ যেখানে বার বার উঠে আসে জয়ন্তর মুখ৷ শুধু তাই নয়, এর আগেও একাধিক অভিযোগ রয়েছে জয়ন্তের নামে৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক বাজোরিয়া৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)