• দিঘায় জালে উঠল ১১ কেজির তেলিয়া ভোলা, দাম জানলে চমকে যাবেন
    এই সময় | ১১ জুলাই ২০২৪
  • সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে কয়েকদিন আগেই। আর তারপরেই মাছের সন্ধানে সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের হাজার হাজার ট্রলার। মূলত ইলিশের সন্ধানেই পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। তবে জুলাইয়ের ১১ তারিখ হয়ে গেলেও, এখনও মাছের আরতে সেভাবে দেখা নেই ইলিশের। বর্ষার মরশুমে সেভাবে ইলিশ জালে না ওঠায় চিন্তায় মৎস্যজীবীরা। এরই মাঝে মৎস্যজীবীদের জালে উঠল ১১ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা মাছ৷ আর সেই মাছ বিক্রি হল প্রায় আড়াই লাখ টাকায়।জানা গিয়েছে, দিঘা মোহনার মৎস্যজীবীদের জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে একটি বড় সাইজের তেলিয়া ভোলা। সেটি দিঘা মোহনায় মাছের আরতে নীলামে উঠলে কেজি প্রতি ২২ হাজার টাকা দরে বিক্রি হয়। এই প্রসঙ্গে দিঘা মোহনার মৎস্য ব্যবসায়ী শ্যামসুন্দর দাস বলেন, 'মরশুমের ফসল ইলিশের দেখা নেই। তবে অন্যান্য মাছের সঙ্গে মরশুমে বেশ কয়েকটি তেলিয়া ভোলা ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। এই মাছের পটকা ওষুধ তৈরির কাজে লাগে এবং মাছটি সুস্বাদু হওয়ায় ভালো দামে বিক্রি হয়।'

    অতীতেও দিঘায় মিলেছে তেলিয়া ভোলাএর আগে গত মাসেও দিঘায় মৎস্যজীবীদের জালে ওঠে আরও একটি তেলিয়া ভোলা মাছ। সেই তেলিয়া ভোলাটির ওজন ছিল ১৮ কেজি। মাছটি কাঁথি থানার দু'নম্বর ব্লকের বাসিন্দা সুভাষ জানার ট্রলারে ওঠে। দিঘা মোহনার জিএনএফটি কাঁটায় মাছটিকে নিলামে তোলা হয়। মাছটিকে দেখতে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীরা। চলতি মরশুমে সেটাই ছিল প্রথম বড় মাপের তেলিয়া ভোলা। প্রসঙ্গত, অতীতে আরও তেলিয়া ভোলা উঠেছে দিঘার সমুদ্রে। কয়েক বছর আগে ওড়িশার একটি ট্রলারের জালে ৬টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে। মাছগুলির দরদাম শুরু হলে কলকাতার একটি সংস্থা প্রথম তিনটি তেলিয়া ভোলা ১৭ হাজার টাকা কিলো দরে মোট ১২ লক্ষ ৭ হাজার টাকায় কিনে নেয়। সেগুলির ওজন ছিল মোট ৭১ কেজি ওজন।

    ইলিশের অপেক্ষায় মৎস্যজীবীরাচলতি মরশুমে আবহাওয়া অনেকটাই খামখেয়ালি। সেইভাবে বৃষ্টিরও দেখা নেই। ফলে সমুদ্রের জল গরম থাকায় ইলিশ সেভাবে পাওয়া যাচ্ছে না বলেই মনে করছেন মৎস্যজীবীরা। সেক্ষেত্রে কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর কবে মৎস্যজীবীদের জালে ধরা পড়বে জলের রুপোলি ফলস, এখন সেদিকেই তাকিয়ে মৎস্যজীবী থেকে থেকে শুরু করে খাদ্যরসিক সকলেই।
  • Link to this news (এই সময়)