• বহরমপুরের স্কুলে বাজ পড়ে অসুস্থ ২০ স্কুল পড়ুয়া
    এই সময় | ১২ জুলাই ২০২৪
  • স্কুল চলাকালীন বাজ পড়ে অসুস্থ ২০ জনের বেশি পড়ুয়া। এই ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ল মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনাটি ঘটেছে ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। ওই আহত পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে বাজ পড়ে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে মধ্যে থাকা একটি গাছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলের ২০ জনের বেশি পড়ুয়া। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানাচ্ছেন, কারও অবস্থা আশঙ্কাজনক নয়।স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন, টিফিনের পরেই বৃষ্টি শুরু হয়েছিল। ফলে বেশিরভাগ পড়ুয়া ক্লাসের মধ্যেই ছিল। সেই সময় আচমকা বাজ পড়ে। এতে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, 'যে সমস্ত পড়ুয়ারা অসুস্থ হয়েছিল তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।'

    হাসপাতাল সুপার সৌরভ শীল বলেন, 'এই ঘটনায় ২৯ জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের দেখেন চিকিৎসকরা। সকলেই সুস্থ রয়েছে। ঘণ্টা দুয়েক প্রত্যেকের উপর নজর রাখা হবে। কারও কোনও শারীরিক সমস্যা না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।' এই ঘটনায় ওই স্কুলের এক পড়ুয়ার অভিভাক গোলাম রসুল বলেন, 'দুর্যোগ চলছিল দুপুর থেকেই। হঠাৎ শুনি বাজ পড়ে স্কুলে অনেকেই আহত হয়েছে। আমার ছেলেও রয়েছে। ওকে স্কুলের তরফ থেকেই হাসপাতালে নিয়ে আসা হয়। আমরাও দৌড়ে হাসপাতালে আসি। দেখি ছেলে সুস্থ রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, ভয়ের কোনও কারণ নেই।'

    তিনি আরও বলেন, ‘আমার ছেলে অনেক বছর ধরে এই স্কুলে পড়ছে। কিন্তু, এই ধরনের ঘটনা আমি অন্তত কখনও শুনিনি।’ একই কথা শোনা যাচ্ছে ওই স্কুলের অন্যান্য অভিভাবক তথা শিক্ষকদের কণ্ঠেও। তাঁদের কথায়, ‘এদিন আচমকাই বিকট শব্দ হয়। বাজ পড়ার পরেই অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের ঘটনার মুখোমুখি কখনও হয়নি। এখনও আতঙ্কে রয়েছি।’ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের মধ্যে।

    অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে বাজ পড়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
  • Link to this news (এই সময়)